আপডেট : ৮ নভেম্বর, ২০১৯ ১২:০১
আজীবন সম্মাননা পাচ্ছেন তারা
অনলাইন ডেস্ক
বাংলাদেশ সরকার চলচ্চিত্রে শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরুপ চলচ্চিত্রের বেশ কিছু ক্ষেত্রে শিল্পী, কলা-কুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১৭ ও ২০১৮) প্রদানের ঘোষণা করেছে।
তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখায় এ বিষয়ক প্রজ্ঞাপন জারি হয়েছে। সেখানে বিগত দুই বছরে চলচ্চিত্রে বিভিন্ন বিভাগে সেরাদের নাম জানা যায়।
ঘোষণা অনুযায়ী ২০১৭ সালে আজীবন সন্মাননা পুরস্কার পেতে যাচ্ছেন দুজন। তারা হলেন এটিএম শামসুজ্জামান ও সালমা বেগম সুজাতা। আর ২০১৮ সালে আজীবন সন্মাননা পেতে যাচ্ছেন চিত্রনায়ক ও প্রযোজক এম এ আলমগীর এবং প্রবীর মিত্র।