logo
আপডেট : ২১ জানুয়ারী, ২০২৫ ২৩:০৩
বিএনপির দলীয় অফিস পোড়ানোর মামলায় নওগাঁর পোরশায় আ’লীগের পাঁচ নেতা কারাগারে
পোরশা (নওগাঁ) প্রতিনিধি :

বিএনপির দলীয় অফিস পোড়ানোর মামলায় নওগাঁর পোরশায় আ’লীগের পাঁচ নেতা কারাগারে

নওগাঁর পোরশায় নিতপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

তারা হলেন, নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক, একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ওয়াদুদ, উপজেলা আওয়ামী লীগের সহ- সাংগঠনিক সম্পাদক ও গাংগুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান ও নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুর রহিম। 

মঙ্গলবার দুপুরে নওগাঁ ম্যাজিট্রেট আদালতে জামিন চাইতে গেলে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ আদালতের পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম।

গত বছরের ৪ই নভেম্বর রাতে পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনায় তাদের বিরুদ্ধে পোরশা থানায় একটি মামলা হয়। ঐ মামলায় আদালতে উপস্থিত হয়ে জামিনের জন্য আবেদন করেন এই পাঁচ আওয়ামী লীগ নেতা।

পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, তাদের বিরুদ্ধে গত ১৪তারিখ নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও নিতপুর ইউনিয়ন পরিষদ সদস্য মাইদুর রহমানের হত্যা মামলায় এই পাঁচ আওয়ামী লীগ নেতা এজাহার ভুক্ত আসামী।