logo
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২৫ ২০:৩৪
পোরশায় শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
পোরশা (নওগাঁ) প্রতিনিধি :

পোরশায় শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার সারাইগাছী স্কুল মাঠে উপজেলা শ্রমিক দলের আহবায়ক মাহবুব জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহ আহাম্মেদ মোজাম্মেল চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন নওগাঁ জেলা শ্রমিক দলের সভাপতি এএম জিল্লুর রহমান, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোদাচ্ছের রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাবু ও বশির শাহ্ধসঢ়;, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।

সম্মেলনে উপজেলা শ্রমিক দলের আহবায়ক মাহবুব জামানকে সভাপতি ও আজিমুদ্দীনকে সাধারন সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ঠ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি ঘোষনা করা হয়।