logo
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৫ ১৮:২২
বগুড়ার শেরপুরে জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ
শেরপুর,বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ

বগুড়ার শেরপুরে সাধারণ মানুষের মাঝে জুলাই বিপ্লবের লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক কমিটি।

শনিবার দুপুরে শেরপুর শহরের বাস্টস্যন্ডে প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে পথচারী, হকার, ফলের দোকানী, রিক্সা চালকসহ সবার মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

এ সময় তারা কেন্দ্র ঘোষিত ৭ দফা দাবি অন্তর্ভুক্ত করে অচিরেই ঘোষণাপত্র প্রকাশের জন্য সরকারের প্রতি দাবী জানান। শেরপুর উপজেলা শাখার পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন, আইয়ুব আলী, জনাব রাশেদ সাজাদ, ওমর ফারুক, রফিকুল ইসলাম , হাফিজুর রহমান, আব্দুল আলিমসহ প্রমুখ।

৭ টি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি তুলে ধরা হয়েছে এতে। বিষয়গুলো হলো- ১। জুলাই অভ্যুত্থানের শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা । ২। ঘোষণাপত্রে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ নেতৃত্ব স্পষ্টভাবে উল্লেখ করা। ৩। আওয়ামী খুনি ও তাদের দোসরদের বিচার নিশ্চিত করা। ৪। ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করা। ৫। সংবিধান বাতিল করে গণপরিষদ গঠনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করা। ৬। সব ধরনের বৈষম্য দূর করে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি এবং ৭ । বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দেওয়া।