logo
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৫ ১৮:২৬
পার্বতীপুরে কনকনে শীত ও মৃদু শৈত্য প্রবাহে ১ জনের মৃত্যু
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

পার্বতীপুরে কনকনে শীত ও মৃদু শৈত্য প্রবাহে ১ জনের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে গত কয়েক দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীতে জন জীবন বিপর্যস্হ হয়ে পড়েছে। এ সম সুৃর্যের মুখ পর্যন্ত দেখা যায়নি। হাড় কাঁপানো ঠান্ডা ও মৃদ্যু শৈত্য প্রবাহে পার্বতীপুর রেলওয়ে স্টেশন মুসাফির খানায় আছিয়া বেওয়া (৬৫) নামের এক বৃদ্ধ মহিলা মারা গেছে। রেলওয়ে থানা সুত্রে জানা গেছে,  পার্বতীপুর উপজেলার ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের ফরিদপুর বাজারের মৃত আফাজ উদ্দিনের স্ত্রী আছিয়া বেওয়া (৬৫) ভিক্ষাবৃত্তি করে রেলওয়ে স্টেশনের মুসাফির খানায় রাত্রি যাপন করতো। শুক্রবার ভোর রাতে মৃত্যু বরন করে।

এ ব্যাপারে রেলওয়ে থানার ওসি ফখরুল ইসলাম বলেছেন,এই মহিলা দীর্ঘদিন ধরে বিভিন্ন যায়গা থেকে ভিক্ষাবৃত্তি করে এসে রেলওয়ে স্টেশনের মুসাফির খানায় থাকতো। গত কয়েক দিন ধরে আবহাওয়ার খুবই খারাপ অবস্থা । দিনের বেলায়ও  বৃষ্টির মত কুয়াশা পড়ছে। ঘনকুয়াশা এবং ঠান্ডার কারনে  এই মহিলা ৩-৪ দিন ধরে মুসাফির খানা থেকে বের হতে পারেনি। প্রচন্ড ঠান্ডার কারনে এই মহিলার মৃত্যু হয়েছে। আমরা তার পরিবারের খোঁজ খবর নিয়ে তার মেয়ের কাছে লাশ  হস্তান্তর করেছি।

গত সোমবার থেকে পার্বতীপুর উপজেলায় কোথাও রোদের ঝিলিক দেখা যায়নি। প্রচন্ড ঠান্ডায় বয়স্ক লোকেরা কাবু হয়ে পড়েছে। শিশু বাচ্চারাও ঘর থেকে বের হতে পারছে না। রাস্তায় ঘন কুয়াশার কারনে দুর পাল্লার যাত্রীবাহী বাস ট্রাক,মটর সাইকেল  হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। ঘনকুয়াশার ফলে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। দিন মজুররা খেতে খামারে কাজকর্ম করতে পারছে না। এ ভাবে ঘন কুয়াশা জিয়ে থাকলে ইরিবোরো এবং আলু খেতের সমস্যা দেখা দিবে। ৯০ বছরের আব্দুল মাবুদ শাহ বলেন, এত ঠান্ডা হাত পা টাটাচ্ছে। ঘড় থেকে বের হওয়া যাচ্ছে না। অপর দিকে পার্বতীপুর উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউপির শাহাপাড়া গ্রামের লায়লা খাতুন (৪৫) বলেন, এতো ঠান্ডা বাহে, আগে তো মুই দেখ নাই। হামরা ঘর থেকে বাইর হবার পাওছনা। আগে তো চেয়ারম্যান মেম্বার হামাক কম্বল দিছিল এখনতো তাও পাও নাই। হামার কপালত এইবার বোদায়  কম্বল  জুটবায় নায়।   সরকারি হাসপাতালে  ঠান্ডা জনিত রোগির সংখ্যা বেড়ে গেছে। সরকারি ও বেসরকারী ভাবে সামান্য কিছু কম্বল বিতরন করা হয়েছে। যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে  উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদে সরকারি বরাদ্ধকৃত কম্বল বিতরন করা হয়েছে। আবারও চাহিদা পাঠানো হয়েছে। বরাদ্ধ পাওয়া মাত্র বিতরন করা হবে। তবে সরকারের পাশাপাশি স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা যদি এগিয়ে আসতো তা হলে সমস্যা সমাধান করা সম্ভব হতো। উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হোসাইন  বলেন, এখন ইরিবোরোর ভরা মৌসুমে এ অবস্থা থাকলে বোরো বীজতলা এবং আলুক্ষেত সামান্য ক্ষতি হতে পারে। তবে গত বছরের তুলনায় এবার আবহাওয়া অুকুলে রয়েছে।