
প্রতি বছরের মতো এবারেও নীলফামারীর সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) শহরের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্যোগে বিদ্যালয় চত্বরে ওই পূজার আয়োজন করা হয়। পূজা ছাড়াও অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে প্রতীমা বরণের মধ্যদিয়ে সরস্বতী পূজার কার্যক্রম শুরু হয়। শিক্ষা প্রতিষ্ঠানের সনাতন ধর্মের শিক্ষার্থীরা সকাল থেকে উপস্থিত হয়ে বিদ্যাদেবীর কৃপা লাভের আশায় সরস্বতী পূজায় অংশ নেয়। পূজা পরিচালনা করেন পুরোহিত নারায়ণ গোস্বামী।
এ সময় তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) শিল্পী আক্তার, পূজা উদ্ধসঢ়;যাপন ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ
সম্পাদক ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি সহসভাপতি সুমিত কুমার আগারওয়ালা (নিক্কি), সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতি সহ-সভাপতি
রতন সরকার, সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র মো. গোলাম মুনতাকিম, মো. মশিউর রহমান, আশরাফুল কবীর, সিনিয়র শিক্ষক জয়দেব কুমার রায় জয়সহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা আয়োজন করায় পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম- সাধারণ সম্পাদক বিএনপি নেতা সুমিত কুমার আগারওয়ালা (নিক্কি) বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন