
দিনাজপুরের পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারন নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারী) প্রতীক বরাদ্দ দেয়া হয়। আগামী ২২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে নির্বাচন।
পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচনের তফসীল ঘোষণার পর থেকেই চলছে নির্বাচনী কার্যক্রম। নির্বাচনে বিভিন্ন প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন গত মঙ্গলবার ও বুধবার। তফসিল ঘোষণার পর ২৯ জানুয়ারি বুধবার ৫৬ প্রার্থী প্রধান নির্বাচন কমিশনার এর নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। রংপুর বিভাগীয় ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক পৌর প্যানেল মেয়র মোঃ মঞ্জুরুল আজিজ পলাশ বলেন, বৃহস্পতিবার ৩০ জানুয়ারী ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে, সভাপতি পদে ১জন, সহ-সাধারণ সম্পাদক পদে দুইজন ও সাংগঠনিক সম্পাদক পদে একজন প্রার্থী তারা তাদের মনোনয়নপত্র দাখিল করেননি। গত ২ ফেব্রুয়ারী রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। বাছাইয়ের দিন প্রার্থী এবং তার প্রস্তাবকারি ও সমর্থনকারি উপস্থিত ছিলেন। ৩ ফেব্রুয়ারী প্রার্থীদের নামের তালিকা প্রকাশ, ৪ ফেব্রুয়ারী মনোনয়নপত্রের উপর আপত্তি ও নিষ্পত্তি, ৫ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল। ৬ ফেব্রুয়ারী চুড়ান্ত বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ ও ৮ ফেব্রুয়ারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সহকারী নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মিজানুর রহমান শামসুল ও তানভীর আহমেদ রানা।