logo
আপডেট : ১০ নভেম্বর, ২০১৯ ১৬:৫৮
মা হচ্ছেন ডিপজলের মেয়ে ওলিজা
অনলাইন ডেস্ক

মা হচ্ছেন ডিপজলের মেয়ে ওলিজা

খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মেয়ে অলিজা মনোয়ার গেল বছরের জুন মাসে বিয়ের পিঁড়িতে বসেন। তার বরের নাম অর্পণ, তিনি পেশায় একজন ব্যবসায়ী। বেশ জাঁকজমকভাবেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

তবে নতুন খবর হলো, প্রথমবারের মত মা হতে যাচ্ছেন অলিজা। আজ রবিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু ছবি পোস্ট করে তিনি লিখেন, 'আলহামদুলিল্লাহ ফর এভিরিথিং'

ওলিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন। এর বাইরেও তিনি ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং মেকআপ নিয়ে পড়াশোনা করেছেন । ঢাকায় ‘ওলিজা মনোয়ার লন্ডন মেকওভার স্টুডিও’ নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে। এগুলোর পাশাপাশি পরিচালনার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। বাবা ডিপজলকে নিয়ে ‘মেঘলা’ নামে একটি ভৌতিক ছবি নির্মাণ করেছিলেন তিনি।