logo
আপডেট : ২৫ মে, ২০১৯ ১৫:০৫
পাবনার বেড়ায় হচ্ছে ৩.৭৭ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ কেন্দ্র
অনলাইন ডেস্ক

পাবনার বেড়ায় হচ্ছে ৩.৭৭ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ কেন্দ্র

পাবনা জেলার বেড়া উপজেলায় ৩ দশমিক ৭৭ মেগাওয়াট ক্ষমতার পরিবেশ বান্ধব সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

যৌথভাবে এটি বাস্তবায়ন করবে মোস্তফা মটর লিমিটেড এবং সোলারল্যান্ড ইলেকট্রিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিমিটেড।

২০ বছর মেয়াদে এ কেন্দ্র থেকে প্রতি কিলোওয়াট ৮ দশমিক ৫৯ টাকা দরে বিদ্যুৎ কিনবে সরকার।

শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগান বাস্তবায়নে, সরকার বিদ্যুৎ উৎপাদনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে কয়েকটি বড় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। ২০২১ সালের মধ্যে সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার । 
পাবনার বেড়ায় ৩.৭৭ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ফলে সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ বাস্তবায়নের দিকে আরো একধাপ এগুলো বাংলাদেশ।

খবর: বাংলার উন্নয়ন