logo
আপডেট : ১২ নভেম্বর, ২০১৯ ২১:১২
ইনার হুইল ক্লাব অব বগুড়ার কর্মশালা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার

ইনার হুইল ক্লাব অব বগুড়ার কর্মশালা অনুষ্ঠিত

ইনার হুইল ক্লাব একটি আন্তর্জাতিক কাব হিসেবে গোটা দুনিয়া জুড়ে পরিচিত। ক্লাবটি আর্তমানবতার সেবায় নিয়োজিত। সদস্যরা নিজেদের অর্থ দিয়ে মানুষের সেবা করে থাকেন।আজ মঙ্গলবার বগুড়ার জলেশ্বরীতলা নতুন কুড়ি নার্সারী স্কুল অডিটোরিয়ামে সুন্দর থাকবো আমরা এক কর্মশালার আয়োজন করে ইনার হুইল অব বগুড়া। এ সেমিনারে দাম্পত্য জীবন থেকে শুরু করে পার্থিব জগতে কিভাবে আমরা চলবো এ বিষয়ে দিক নির্দেশনামূলক সুপারিশ সমূহ প্রদান করা হয়। পরিবারই একটি সমাজ, একটি দেশ, একটি জাতিকে সুরক্ষা করতে পারে এ বিষয়ে বিষদ আলোচনা করা হয়। উক্ত কর্মশালা কাব প্রেসিডেন্ট অধ্যক্ষ ফজিলাতুন্নেছার সভাপতিত্বে পরিচালনা করেন সম্পাদক মনোয়ারা খাতুন সোহানা। এসময় উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট শিমু রহমান, আইএসও নাসরিন সুলতানা, সদস্য রিপা, পাপিয়া, হাসনা খাতুন, স্মৃতি কনা ব্যানার্জি মিলা। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে ৩জনকে বিজয়ী করে ক্রেস্ট প্রদান করা হয়।