পাকিস্তান সরকার এবং দেশটির সর্বোচ্চ আদালত নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডনে যাচ্ছেন নওয়াজ। একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে পাকিস্তান থেকে লন্ডনে নেয়া হবে।
সুপ্রিম কোর্ট তাকে চার সপ্তাহের জন্য বিদেশ সফরের অনুমতি দিয়েছে। এক্ষেত্রে কোনো শর্ত দেয়া হয়নি। তবে নওয়াজ ও তার ভাই শেহবাজ শরিফকে এই সফরের ব্যাপারে বিস্তারিত সব লিখিত আকারে জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পিএমএল-এন-এর মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব এক বিবৃতিতে বলেন, দলের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ মঙ্গলবার একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে পাড়ি দেবেন। তিনি জানিয়েছেন, চিকিৎসকদের একটি প্যানেল নওয়াজের (৬৯) স্বাস্থ্য পরীক্ষা করেছে। নওয়াজের বাসভবনে তাকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তাকে বিদেশ ভ্রমণের জন্য তৈরি করা হচ্ছে।