logo
আপডেট : ২৬ মে, ২০১৯ ১৪:১৮
বগুড়ায় শতাধিক এতিম শিশুর মুখে হাসি ফোটালো পুলিশ নারী কল্যাণ সমিতি
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় শতাধিক এতিম শিশুর মুখে হাসি ফোটালো
পুলিশ নারী কল্যাণ সমিতি

আসন্ন ঈদ উপলক্ষে প্রতি বছরের ন্যায় বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল আয়োজনের মাধ্যমে শতাধিক এতিম শিশুর মুখে হাসি ফুটিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বগুড়া।

সামাজিক সংগঠন জাগো বগুড়ার সহযোগিতায় শনিবার সন্ধ্যায় বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে জেলার বিভিন্ন মাদ্রাসার শতাধিক এতিম শিশুদের নিয়ে পুনাকের এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) বগুড়ার সভাপতি রোমানা আশরাফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে এতিম শিশুদের হাতে ঈদের নতুন বস্ত্র তুলে দেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা পুলিশ সুপার বলেন, পবিত্র এই রমজান মাসে নিজেদের আত্মশুদ্ধিকরণের মাধ্যমে মানব-কল্যাণে ব্রতী হতে হবে। প্রতি বছর পুনাক বগুড়া রমজানে ভাল মানের ইফতার পরিবেশন ও ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ এর মাধ্যমে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য যে উদ্যোগ নেয় তা ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা পুলিশের এই কর্ণধার।

অনুষ্ঠানে তিনি আরো বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাসে সৃষ্টিকর্তার ইবাদতের মাধ্যমে দেশ ও দশের মঙ্গল কামনার মাধ্যমে পিছিয়ে পরা মানুষদের এগিয়ে আনতে হবে সমকাতারে। এসময় পুনাক বগুড়ার নেতৃবৃন্দদের পক্ষে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি  যথাক্রমে তানজিন আরা আক্তার ও শিরিন আক্তার, কমিটির কোষাধ্যক্ষ রওশন আরা, কার্যনির্বাহী সদস্য নিতু সোনিয়া প্রমুখ।

পুনাকের এই বছরের আয়োজনে জেলা পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, সিনিয়ার সহকারী পুলিশ সুপার হেলেনা আক্তার, সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান, জেলা গোয়েন্দা শাখার ওসি আছলাম আলী পিপিএম সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, এবছর প্রায় ১০৪ জন এতিম ও দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ শিক্ষার্থীদের মাঝে ছেলেদের জন্য পাঞ্জাবী ও মেয়েদের থ্রি-পিচ প্রদান করা হয়েছে। ঈদের আনন্দকে ভাগাভাগি করতে পুনাকের সাথে এই বছর প্রথম সামাজিক সংগঠন হিসেবে অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সামাজিক সংগঠন জাগো বগুড়া। এসময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন জাগো বগুড়ার সভাপতি সাংবাদিক আতিক রহমান, সাধারন সম্পাদক ওয়াফিক শিপলু, সহ সভাপতি রনি প্রমুখ।