logo
আপডেট : ২৪ নভেম্বর, ২০১৯ ১৬:৫২
সাড়া ফেলেছে ফ্রোজেন টু
অনলাইন ডেস্ক

সাড়া ফেলেছে ফ্রোজেন টু

২০১৩ সালের সাড়া জাগানো অ্যানিমেশন সিনেমা 'ফ্রোজেন'-এর কথা মনে আছে নিশ্চয়। ছবিটি বিশ্বব্যাপী আয় করেছিল ১.২ বিলিয়ন ডলার। এছাড়া দু'টি ক্যাটাগরিতে অস্কারও জয় করেছে সিনেমাটি। আর এই সিনেমার সিকুয়াল দেখবেন না তা কি হয়। গেল ২২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ফ্রোজেন ২ সিনেমাটি। সিনেমাটি মুক্তির পর ব্যাপক সাড়া ফেলেছে। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও চলছে একাধিক শো।

ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস প্রযোজিত সিনেমাটি হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসনের রূপকথা 'দ্য স্নো কুইন' অবলম্বনে নির্মিত। আগের সিনেমার মতো এ সিনেমাতেও যৌথভাবে পরিচালনা করেছেন ক্রিস বাক ও জেনিফার লি।  পরিচালক এ বার শুধু মিউজ়িক্যাল ম্যাজিক দেখিয়ে ক্ষান্ত হননি। তার সঙ্গে জুড়ে গিয়েছে গল্পের বাঁধুনি, চরিত্রের গভীরতা আর দর্শককে আটকে রাখার মতো আরও অনেক কিছু।

বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ক্রিস্টেন বেল, ইডিনা মেনজেল, জনাথন গ্রথ ও জোশ গ্যাড। ইংরেজির পাশাপাশি সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে। আর হিন্দি ডাবিংয়ে এলসা ও অ্যানা চরিত্রে কণ্ঠ দিয়েছেন বলিউডের অভিনেত্রী দুই বোন প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়া। এই প্রথম কোনও সিনেমায় দুই বোন একসঙ্গে কাজ করছেন।

এবারের গল্পে দেখা গেছে, বড় হয়েছে এলসা আর আনা। তাই কোনও কিছুতে ঝাঁপিয়ে পড়ার আগে পরিণত এলসা বার কয়েক ভাবে। মা-বাবাকে হারালেও তার জীবন এখন বোন আনা, আদরের ওলাফ ও স্‌ভেন এবং বন্ধু ক্রিস্টফের সাহচর্যে পরিপূর্ণ। এভাবে এগিয়ে যায় গল্প।

গত ফেব্রুয়ারিতে সিনেমাটির ট্রেলার প্রকাশিত হয়। ট্রেলার দিয়েই রেকর্ড গড়ে ফেলেছে সিনেমাটি। মাত্র ২৪ ঘণ্টায় ট্রেলারটি দেখা হয় ১১৬.৪ মিলিয়ন বারের বেশি। একদিনে কোনও অ্যানিমেশন ছবির ট্রেলার দেখার এটিই সর্বোচ্চ রেকর্ড গড়ে দর্শকমনে আগ্রহ বাড়ায়।