রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাত আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আর এই রায় ফলাও করে প্রচারিত হচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও।
আজ বুধবার বেলা সোয়া ১২টার দিকে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রচার করা হয়েছে হলি আর্টিজান মামলার রায়। তারা শিরোনাম করেছে, ‘২০১৬ সালের ক্যাফে হামলায় সাত ইসলামপন্থীর মৃত্যুদণ্ড’। তারা সন্ত্রাসীদের ‘ইসলামিস্ট’ (ইসলামপন্থী) উল্লেখ করে প্রচার করে।
সংবাদ সংস্থা রয়টার্স শিরোনাম করে, ‘২০১৬ সালের ক্যাফে হামলায় সাত জনকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ’। চীনের সংবাদমাধ্যম সিনহুয়া শিরোনাম দিয়েছে, ‘২০১৬ সালের ক্যাফে হামলায় সাত জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ’।
মার্কিন সংবাদ সংস্থা এপিও প্রচার করেছে হলি আর্টিজান মামলার রায়। তারা শিরোনাম দিয়েছে, ‘ক্যাফে হামলায় সাত জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ’। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানও ‘২০১৬ সালের ক্যাফে হামলার জন্য সাত জনের মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ’ শিরোনামে খবর প্রকাশ করেছে। এ ছাড়া ভারতের প্রায় সব বাংলা ও ইংরেজি সংবাদমাধ্যমেও হলি আর্টিজান মামলার রায়ের খবর প্রকাশিত হয়েছে।