logo
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৯ ১১:০৮
ওসি রাজ্জাকের হিলি থানায় যোগদান
হিলি (দিনাজপুর) প্রতিনিধি

ওসি রাজ্জাকের হিলি থানায় যোগদান

এএসআই থেকে ওসি হয়ে দিনাজপুরের হাকিমপুর (হিলি) থানায়  অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন আব্দুর রাজ্জাক। তিনি মঙ্গলবার রাতে হাকিমপুর থানায় যোগদান করেন। ইতিপুর্বেও তিনি হাকিমপুর থানায় এএসআই ও এসআই পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তৎকালিন সময়ে রাজনৈতিক পরিস্থিতি ছিলো উত্তাল, সে সময়ে তিনি নিষ্টার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি তাঁর দায়িত্ব পালন কালে এলাকার ওয়ারেন্ট ভুক্ত এবং মাদকসহ বিভিন্ন মামলার আসামীদের আটক করেছেন।

এদিকে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ হিসাবে আব্দুর র্জাজাক এর  যোগদানে হিলিবাসী মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে আশাবাদ ব্যক্ত করেছেন। সম্প্রতি হাকিমপুর থানার অফিসার ইনচার্জ সহ এক সাথে ১২ জন এ এমআই ও এসআই কে প্রশাসনিক ভাবে অন্যত্র বদলি করা হয়।