বলিউডের অন্যতম জনপ্রিয় নির্মাতা-অভিনেতা জুটি রোহিত শেঠি ও অজয় দেবগন। একসঙ্গে গোলমাল, সিংহাম, অল দ্য বেস্ট’র মতো সিনেমা উপহার দিয়েছেন তারা। প্রতিটি সিনেমাই দর্শকের মন জয় করেছে।
এ প্রসঙ্গে অজয় বলেন, রোহিত ও আমি এই বিষয়ে আলোচনা করেছিলাম এবং গোলমাল ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা তৈরির জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। এটি শুধু বলিউডের দীর্ঘ সময় ধরে চলে আসা ফ্র্যাঞ্চাইজিই নয়, আমার অনেক প্রিয়। এর অন্য সিনেমাগুলোর মতো এতেও আনলিমিটেড মজা থাকবে।
গোলমাল ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ সিনেমা গোলমাল এগেইন মুক্তি পায় ২০১৭ সালে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন— অজয় দেবগন, টাবু, আরশাদ ওয়ার্সি, পরিণীতি চোপড়া, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, কুণাল খেমু, জনি লিভার প্রমুখ।
অজয়ের পরবর্তী সিনেমা তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র। এটি তার ১০০তম সিনেমা। মারাঠি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজি মহারাজের সেনাপতি তানাজি মালুসারেকে নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। ঐতিহাসিক ঘরানার সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সাইফ আলী খান ও কাজল। পরিচালনা করেছেন ওম রাউত। প্রযোজনা করেছেন অজয় দেবগন ও ভূষণ কুমার। আগামী ১০ জানুয়ারি এই সিনেমা মুক্তি পাবে।