logo
আপডেট : ১ ডিসেম্বর, ২০১৯ ১২:৪৩
জন্মদিনে পুনর্জন্ম জিতের
অনলাইন ডেস্ক

জন্মদিনে পুনর্জন্ম জিতের

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আগেই জানিয়েছিল শনিবার প্রকাশ্যে আসবে জিতের নতুন ছবির ট্রেলার। জন্মদিনে নতুন লুকে হাজির হয়ে ভক্তদের চমকে দিলেন জিৎ। মুক্তি পেল পাভেল পরিচালিত ‘অসুর’-এর ট্রেলার। ভারতের চিত্রকলা ও স্থাপত্যের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব রামকিঙ্কর বেইজকে সম্মান জানানো হচ্ছে এই ছবির মাধ্যমে। তবে ট্রেলারের ঝলক আরও অনেক কিছু জানিয়ে দিল। এখানে আছে ভরপুর উত্তেজনা ও কৌতূহল।

‘অসুর’ ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এর আগেও জিতের ছবি ‘বাচ্চা শ্বশুর’-এর চিত্রনাট্য লিখেছিলেন তিনি। ‘অসুর’-এ জিতের চরিত্রের নাম কিগান। ৩ অন্ধপ্রাণ বন্ধুর পরিণতির ছবি ‘অসুর’। ছবিতে দেখা যাবে, কিগান ও অদিতি কলা বিভাগের পড়ুয়া এবং বোধি ইংরেজি সাহিত্যের। পরবর্তীতে বোধি চাকরি করে একটি কোম্পানিতে, অন্যদিকে কিগানের ভালবাসা ছবি আঁকা। কিন্তু শিল্প ও ব্যবসার মাঝে টানাপোড়েনে বন্ধুত্ব। ‘অসুর’র সঙ্গীত পরিচালনার দায়িত্বে বিক্রম ঘোষ এবং অমিত মিত্র।

কলকাতা ও বোলপুরে ছবির শুটিং হয়েছে। প্রথমে অদিতির চরিত্র মিমি চক্রবর্তীর করার কথা হলেও পরবর্তীতে নুসরাত জাহান যুক্ত হন। আগামী ৩ জানুয়ারি মুক্তি পাবে ‘অসুর’।