logo
আপডেট : ২৭ মে, ২০১৯ ১৪:২০
বগুড়া-৬ সদর উপনির্বাচন
বিএনপির ২জন ও আ’লীগের ১ জন সহ ৮জনের মনোনয়ন বৈধ
ষ্টাফ রিপোর্টার

বিএনপির ২জন ও আ’লীগের ১ জন সহ ৮জনের মনোনয়ন বৈধ

আগামী ২৪ জুন অনুষ্ঠিতব্য বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী বিএনপি প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান সহ তিনপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অপর ২জন হলেন স্বতন্ত্র প্রার্থী জাফর আলী ও আবুল হাসান। একই সময় রিটার্নিং কর্মকর্তা বিএনপির দুই  প্রার্থী গোলাম মোঃ সিরাজ ও রেজাউল করিম বাদশা, আ’লীগের প্রার্থী এসএম টি জামান নিকেতা জাতীয় পার্টির প্রার্থী নূরুল ইসলাম সহ ৮জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন। অপর বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ কংগ্রেসের  প্রার্থী মনসুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের রফিকুল ইসলাম, স্বতন্ত্র সৈয়দ কবর আহম্মেদ (মিঠু)ও মোঃ মিনহাজ মন্ডল। বিএনপি প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ৫জনের মধ্যে তিনজন দাখিল করলে একজনের বাতিল হয়।

আজ সোমবার মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ ্এ সিদ্ধান্ত জানান। তিনি জানান, বগুড়া পৌরসভার মেয়র এর লাভজনক পদে  অধিষ্ঠিত থাকায় মাহবুবর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া প্রস্তাবক , সমর্থকের স্বাক্ষর জালের কারনে স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল কর হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিলের সুযোগ পাবেন বলে ।

তফসিল মোতাবেক আগামী ৩জুুনের মধ্যে  প্রার্থীতা প্রত্যাহার  শেষে ৪জুন প্রতিক বরাদ্দ করবে কমিশন। আগামী ২৪জুন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ইভিএম এ ১৪১ কেন্দ্রে ভোট গ্রহন করা হবে।