logo
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৯ ১২:৪১
দেশজুড়ে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ শুরু
অনলাইন ডেস্ক

দেশজুড়ে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ শুরু

‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার থেকে শুরু হয়েছে ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০১৯’। যা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। সেবা সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- অ্যাডভোকেসি সভা, সংবাদ সম্মেলন, সেবাকেন্দ্র হতে বিশেষ সেবা প্রদান, অডিও-ভিডিও চলচ্চিত্র প্রদর্শনী, টিভি চ্যানেলে স্ক্রলিংয়ের মাধ্যমে বার্তা প্রচার, ইলেকট্রনিক মিডিয়ায় ডকুমেন্টারি প্রচার ইত্যাদি। এ উপলক্ষে বাংলাদেশ বেতারে জিংগেলও প্রচারিত হচ্ছে। এছাড়া ঢাকায় কেন্দ্রীয়ভাবে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্র থেকে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে যথাযথভাবে সেবাসপ্তাহ পালনের নির্দেশনা দেয়া হয়েছে।

জানা গেছে, সারা দেশে আটটি বিভাগ, ৬৪টি জেলা, ৪৮৮টি উপজেলা, ৬০টি মা-শিশুকল্যাণ কেন্দ্র, ৪ হাজার আটটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র অর্থাৎ মোট ৪ হাজার ৬২৮টি সেবা কেন্দ্র থেকে একযোগে পালিত হবে ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ।’

এদিকে কৈশোরকালীন মাতৃত্ব রোধ করতে মাঠ পর্যায়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মা হওয়ার ক্ষেত্রে যেসব সমস্যা বা কুফল আছে তার সম্পর্কে জনসাধারণকে অবহিত করার নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়, ১৯ বছর বা তার কম বয়সের আগে স্ত্রীর কোমড়ের হাড় পুরোপুরি উপযোগী না হওয়ায় বাচ্চা বেড়ে ওঠার জন্য যথেষ্ঠ জায়গা পায় না। এসময় নারীদের প্রসব রাস্তা ছোট থাকে ফলে বাচ্চা প্রসবের সময় প্রসবের রাস্তা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

গর্ভ ও প্রসবজনিত জটিলতা হতে পারে। ফলে মা ও শিশুর মৃত্যুঝুঁকি বেড়ে যায়। এছাড়া গর্ভপাতেরও ঝুঁকি থাকে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সেবাসপ্তাহে যাতে করে মাঠ পর্যায়ে সাধারণ মানুষকে বেশি করে অবহিতকরণ করা হয় সে নির্দেশনাও দেয়া হয়েছে বলে জানা গেছে।