logo
আপডেট : ২৭ মে, ২০১৯ ১৯:৪৪
পত্নীতলায় কাস্টমস’র গরু সিন্ডিকেটের মাধ্যমে বিক্রয়ের অভিযোগ!
নওগাঁ প্রতিনিধি

পত্নীতলায় কাস্টমস’র গরু সিন্ডিকেটের মাধ্যমে বিক্রয়ের অভিযোগ!

নওগাঁর পত্নীতলা কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে আটক করা ভারতীয় গরু বাজার মূল্যের চেয়ে কমমূল্যে বিক্রি করার অভিযোগ উঠেছে। এতে সরকার প্রতি বৎসর কোটি-কোটি টাকার প্রকৃত রাজস্ব হতে বঞ্চিত হচ্ছেন সরকার। গতকাল রোববার প্রকাশ্যে নিলামে মাধ্যমে বিক্রি করার কথা থাকলেও সিন্ডিকেট করে বিক্রি করা হয়েছে।
অভিযোগে জানা যায়, নওগাঁ জেলার পত্নীতলা ও সাপাহার উপজেলার হাটশাউল ও কলুমডাঙ্গা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ৮টি গরু আটক করে। ভারত থেকে চোরাই পথে আসার সময় তারা এই গরু গুলো আটক করে পত্নীতলা কাস্টমস কর্তৃপক্ষের কাছে সিজার লিস্টের মাধ্যমে জমা দেন। এর তিন দিন পর ২৬ এপ্রিল কাস্টমস গুদাম কর্মকর্তা বাজার মূল্য যাচাই না করেই স্থানীয় একটি সিন্ডিকেট চক্রের সঙ্গে যোগসাজশ করে ৮টি গরু মাত্র ১ লাখ ১৫হাজার টাকায় নিলামে বিক্রি করেন।

ব্যবসায়ীরা জানান, বড় ৮ টি গরুর বর্তমান বাজার মূল্য ৪ লাখ টাকার উপরে ছিল। এতে করে সরকার প্রায় ৩ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। উপস্থিত একটি সিন্ডিকেট কম দামে নিলাম দেখিয়ে আর্থিক সুবিধা নেয় সেখান থেকে। বিজিবিও সেখান থেকে গরু প্রতি টাকা নেয়। নিলামের বাইরে আর্থিক সুবিধা নিচ্ছে সংশ্লিষ্টরাও। বিষয়টি এলাকায় ওপেন সিক্রেট হলেও এ বিষয়ে যেন দেখার কেউ নেই।

জানতে চাইলে পত্নীতলা কাস্টমস এর দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মামুনুর রহমান জানান, নিয়ম মেনেই নিলাম করা হয়ে থাকে। যে বেশি মূল্য দেয় তাঁর নিকট গরু বিক্রয় করা হয়।
পত্নীতলা ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মো: জাহিদ হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের একজন প্রতিনিধি সেখানে উপস্থিত থাকেন। কাস্টমস কর্তৃপক্ষের সিদ্ধান্তেই নিলামে গরুগুলো প্রকাশ্যে বিক্রয় হয়ে থাকে। তবে, ৮টি গরু ১লাখ ১৫ হাজার টাকায় বিক্রয় করা এটা পানির দামের মতোই! কমপক্ষে প্রতিটি গরু ৫০ হাজার টাকা বিক্রয় হওয়া উচিৎ। তিনি আরো জানান, কর্তৃপক্ষ নিলামে মানসম্মত দাম না পেলে পরবর্তী তারিখ নির্ধারণ করে আবারো নিলামে ডাক দেওয়ার নিয়ম।