logo
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯ ২০:০৮
কাহালু থানা পুলিশের আয়োজনে মাদ্রাসা পর্যায়ের ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত
কাহালু (বগুড়া) প্রতিনিধি

কাহালু থানা পুলিশের আয়োজনে মাদ্রাসা পর্যায়ের ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

মঙ্গলবার বগুড়ার কাহালু সিদ্দিকীয় ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার হলরুমে মহান বিজয় দিবস উপলক্ষ্যে জেলা পুলিশ ও কাহালু থানা পুলিশের যৌথ আয়োজনে উপজেলা মাদ্রাসা পর্যায়ে ছাত্র/ছাত্রীদের হামদ্্/না’ত এবং ক্বিরাত প্রতিযোগিতা/১৯ইং অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম। উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, কাহালু সিদ্দিকীয় ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, কাহালু থানার এস আই আশিকুর রহমান (আশিক)। হামদ্/না’ত এবং ক্বিরাত প্রতিযোগিতার বিচারক ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কাহালু ও দুপচাঁচিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফিল্ড সুপার ভাইজার আলহাজ্ব মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমদ, কাহালু সিদ্দিকীয় ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার  প্রভাষক মাওঃ লুৎফর রহমান, ক্বারী মাওঃ মিজানুর রহমান ও কাহালু উপজেলা পরিষদের জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ আব্দুল হাই। প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।