logo
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯ ১০:৪৬
পদ্মা সেতুর ১৮তম স্প্যান বসছে আজ
অনলাইন ডেস্ক

পদ্মা সেতুর ১৮তম স্প্যান বসছে আজ

আজ বুধবার বসবে পদ্মা সেতুর ১৮তম স্প্যান ৩-ই। এই স্প্যানটি বসানো হবে মুন্সীগঞ্জ মাওয়া প্রান্তের সেতুর ১৭ ও ১৮ নম্বর পিয়ারের (পিয়ার) ওপর। স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে সেতুর দুই হাজার ৭০০ মিটার।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকাল সাড়ে ৯ টার দিকে মাওয়ার কন্সট্রাকশন ইয়ার্ড-১ থেকে ১৭ ও ১৮ নম্বর পিয়ারের উদ্দেশে তিয়ান-ই ক্রেনে করে ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘের ৩ হাজার ১৪০ টন ওজনের ৩-ই স্প্যানটি নিয়ে রওয়ানা করবে। আবহাওয়া ঠিক থাকলে আজই পিয়ারে স্থায়ীভাবে বসানো হবে সেতুর ১৮তম স্প্যান।

তিনি আরও জানান, এ স্প্যানটি বসানো হলে সেতুর মোট ২৭০০ মিটার দৃশ্যমান হবে। এর আগে চলতি বছরের ১৯ নভেম্বর বসানো হয় ১৬ তম স্প্যান ‘৩ডি’।  সাত দিনের ব্যবধানে গেল ২৬  নভেম্বর  বসানো হতেছে ১৭ তম স্প্যান ‘৪ডি’।

জানা গেছে, সেতুর চ্যালেঞ্জিং কাজ সব শেষ। দেশে আসা ৩৩টি স্প্যানের মধ্যে ১৭টি বসানো হয়েছে। প্রস্তুত আছে পাঁচটি ও বাকি আছে ১১ টি স্প্যান। ডিসেম্বর মধ্যেই সেতুর ৪-সি ও ৩-এফ স্প্যানসহ মোট তিনটি স্প্যান বসানোর শিডিউল রয়েছে। সেতুর রোডওয়ে স্ল্যাব ও রেলওয়ে স্ল্যাবসহ অন্যান্য কাজও সিডিউল অনুযায়ী চলছে।

ছয় দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্ট্রিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে।