বিশ্বজুড়ে অস্ত্র বিক্রি বাড়ছে৷ বাড়ছে অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলোর ব্যবসাও৷ স্টকহোম ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) সম্প্রতি ২০১৮ সালের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করেছে৷ ৯ ডিসেম্বর এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলে। রাইজিংবিডির পাঠকদের জন্যা প্রতিবেদনটি তুলে ধরা হলো।
২০১৮ সালে ৪৭ হাজার ২৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে তারা৷
বোয়িং, যুক্তরাষ্ট্র
২০১৮ সালে তাদের বিক্রি করা অস্ত্রের মূল্য ছিল ২৯ হাজার ১৫০ কোটি ডলার৷
নর্থরপ গ্রুম্যান করপোরেশন, যুক্তরাষ্ট্র
২৬ হাজার ১৯০ ডলারের অস্ত্র বিক্রি করেছে ২০১৮ সালে৷
রেথিওন, যুক্তরাষ্ট্র
এক বছরে বিক্রি করেছে ২৩ হাজার ৪৪০ কোটি ডলারের অস্ত্র৷
জেনারেল ডায়নামিক্স করপোরেশন, যুক্তরাষ্ট্র
তারা বিক্রি করেছে ২২ হাজার কোটি ডলারের অস্ত্র৷
বিএই সিস্টেমস, যুক্তরাজ্য
তাদের বিক্রি করা অস্ত্রের দাম ২১ হাজার ২০১ কোটি ডলার৷
এয়ারবাস গ্রুপ, ইউরোপ
বিক্রি করেছে ১১ হাজার ৬৫০ কোটি ডলারের নানা ধরনের অস্ত্র৷
লিওনার্দো, ইটালি
২০১৮ সালে নয় হাজার ৮২০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে তারা৷
আলমাজ-আনটে, রাশিয়া
তাদের বিক্রি করা অস্ত্রের দাম ছিল নয় হাজার ৬৪০ কোটি ডলার৷
থালেস, ফ্রান্স
২০১৮ সালে থালেস বিক্রি করেছে নয় হাজার ৪৭০ কোটি ডলারের অস্ত্র৷