logo
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৯ ১৩:০২
তিন ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব
অনলাইন ডেস্ক

 তিন ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব

পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাওখালী বাজারে অভিযান চালিয়ে তিন ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব। পরে তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটকরা হলেন সুব্রত মজুমদার, আবু হাসান ও মোস্তাকিন বিল্লা। গতকাল বৃহস্পতিবার রাতে র‌্যাব ৮ এর একটি দল পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঙ্গে নিয়ে এ অভিযান চালায়।

পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা খাইরুল চৌধুরী বলেন, নাজিরপুরের গাওখালী বাজার থেকে চিকিৎসক  পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগে তিনজনকে আটক করে র‌্যাব। আটকরা দীর্ঘদিন ধরে মানুষকে চিকিৎসক পরিচয়ে জটিল ও কঠিন রোগের চিকিৎসা দিয়ে আসছিলেন। আটকের পর তারা কোনো প্রকার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো বলেন, র‌্যাব সদস্যরা তাদের আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। ভ্রাম্যমাণ আদালত এদের তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দেন। এছাড়া দুজনকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও থেরাপি দেওয়ার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।