logo
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯ ১২:০৩
হিলিতে তিন গুন কমেছে শাক-সবজির দাম
হিলি (দিনাজপুর) প্রতিনিধি

হিলিতে তিন গুন কমেছে শাক-সবজির দাম

সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি বন্দরে তিনগুন কমেছে শাক-সব্জির দাম।প্রকার ভেদে যে সব সব্জি এক সপ্তাহ আগে যে দরে বিক্রি হয়েছে তা আজ প্রায় দুই থেকে তিনগুন কম দরে বিক্রি হচ্ছে কাঁচা বাজারে।স্বস্তি ফিরেছে দিনমুজুর ও খেটে খাওয়া মানুষের মাঝে।

হিলি বন্দরের বাজার ঘুরে দেখা গেছে সপ্তাহ আগের সব্জির বাজার দাম আর আজকের সব্জির দাম তুলোনায়,নতুন আলু ছিলো ৭০ টাকা বর্তমান ৩০ টাকা,বেগুন ছিলো ৩০ টাকা আজ ১০ টাকা,ফুলকফি ছিলো ৬০ টাকা আজ তা ৩০ টাকা,পাতাকফি ছিলো ৫০ টাকা তা আজ ২০ টাকা,সিম ছিলো ৫০ টাকা বর্তমান ২৫ টাকা,গাজর ছিলো ৭০ টাকা এখন তা ৪০ টাকা,মুলাই ছিলো ৩০ টাকা তা কমে আজ ৮ টাকা,পেঁপে ছিলো ৩০ টাকা বর্তমান ১০ টাকা,কাঁচা মরিচ ছিলো ৭০ টাকা আজ ৩০ টাকা,পেঁয়জের দাম ছিলো ২২০ টাকা এখন তা বিক্রি হচ্ছে ১১০ টাকা দরে ও পাতা পেঁয়াজ ছিল ১২০ বর্তমান ৫০ টাকা,রসুন ছিল ২০০ টাকা তা এখন ১৪০ টাকা,টমেটো ছিলো ৮০ টাকা তা আজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।এছাড়া লাল শাক,পালংক শাক, পুঁই শাক,সরিষার শাক রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে।

হিলি বাজারের খুচরা ব্যবসায়ী সোহেল রানা জানায়,এক সপ্তাহের ব্যবধানে সকল শাক-সব্জির দাম অনেক কমে গেছে।আগে যে দামে পাইকারী কিনছি তা আজ কয়েক গুন কম দামে কিনেছি তাই কম দামে বিক্রি করতে পারছি।ক্রেতারাও সহজে সব ধরনের বাজার খরচ করতে পারছে।তিনি আরও বলেন এবার শীতকালীন সব্জির উৎপাদন কৃষকদের ভাল হয়েছে।কদিনের মধ্যে আরো দাম কমতে পারে বলে আশা করছি।

একজন ক্রেতা বলেন,কাঁচা বাজারে এসে অনেক স্বস্তি পাচ্ছি।আগে সব্জির বাজারে আসলে দাম শুনে বিপাকে পড়তাম।এখন সব সব্জির দাম কম, সহজে সব কিছুর ক্রয় করতে পারছি।অল্প টাকায় বাজারের ব্যাগ ভরে যাচ্ছে।