logo
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯ ১১:১৭
কাহালুতে যর্থাযোগ্য মযাদায় মহান বিজয় দিবস পালিত
কাহালু (বগুড়া) প্রতিনিধি

কাহালুতে যর্থাযোগ্য মযাদায় মহান বিজয় দিবস পালিত

বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলে সোমবার ভোরে উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কাহালু পৌরসভা, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, যুব শ্রমিকলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠন, কাহালু মডেল প্রেসকাব, কাহালু সরকারি কলেজ, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, কাহালু টেকনিক্যাল এন্ড কমার্স কলেজ, সানরাইজ মডেল স্কুল, মোটর শ্রমিক ইউনিয়ন, কাহালু চারমাথা ব্যবসায়ী সমিতি, আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন, রিক্রা শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সকালে কাহালু উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা অনুষ্ঠানিক ভাবে উত্তোলন, কুচকাওয়াজ গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান ও কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম। পরে বীরমুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ লালু, রওশন আকতার, কাহালু সরকারি কলেজের প্রফেসর ডক্টর মো. আউয়াল হোসেন তালুকদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ইরিনা মৌসুমী, কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, কাহালু টেকনিক্যাল এ্যান্ড কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজিবর রহমান, মোজাম্মেল হক, বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ লিয়াকত আলী সরদার, ফজের আলী, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক আলহাজ্ব এফ এম এ ছালাম, তাইরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক বেলাল উদ্দিন, কাহালু মডেল প্রেসকাবের সভাপতি ইউনুস আলী টনি, সাধারণ সম্পাদক এম এ মতিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিক, শিার্থীবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা।