logo
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯ ১৪:৪৮
দেশে ফিরে রাজসিক অভ্যর্থনা পেলেন সু চি
অনলাইন ডেস্ক

দেশে ফিরে রাজসিক অভ্যর্থনা পেলেন সু চি

নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের পক্ষে সাফাই গেয়ে নিজ দেশে ফিরে রাজসিক অভ্যর্থনা পেয়েছেন অং সান ‍সু চি। শনিবার যখন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা সু চি দেশে ফেরেন তখন তার হাজার হাজার সমর্থক তাকে অভ্যর্থনা জানাতে রাস্তায় জড়ো হয়।

এসময় নোবেলজয়ী সু চিও জনতার উদ্দেশে হাত নাড়ান। আর জড়ো হওয়া ব্যক্তিরা মিয়ানমারের পতাকা নেড়ে, সু চির ছবি তুলে ধরে তাকে চিৎকার করে শুভেচ্ছা জানান।

স্থানীয় একজন কৃষক খিন মং সোয়ে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মা সু (অং সান সু চি) আমাদের দেশের পক্ষে আদালতে গিয়েছেন। প্রকৃতপক্ষে অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে। কিন্তু তিনি জাতির একজন দায়িত্বশীল নেতার মতো প্রথম পদক্ষেপ নিয়েছেন।

একটি সেনা অভিযানে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার পর ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ তুলে মামলা দায়ের করে গাম্বিয়া। আরও বড় ধরনের ক্ষতি ঠেকাতে ‘অন্তর্বর্তীকালীন পদক্ষেপ’ নিতে আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি আহ্বান জানিয়েছে আফ্রিকার দেশটি।

দ্য হেগে তিনদিনের ওই শুনানিতে অংশ নিয়ে সু চি কার্যত দেশটির সেনাবাহিনীর পক্ষেই সাফাই গান। গণহত্যার কথা অস্বীকার করে তিনি যুক্তি দেখিয়ে বলেন, মিয়ানমার সেনাবাহিনীর বিচার দেশটির আইনে করতে হবে, এই বিচার করার এখতিয়ার জাতিসংঘের নেই।

শুনানির শেষ দিনে সু চি বলেন, আদালতের মামলার তালিকা থেকে এটি সরিয়ে ফেলতে অনুরোধ জানিয়েছে মিয়ানমার। একইসঙ্গে গাম্বিয়ার অনুরোধ করা অন্তর্বর্তীকালীন পদক্ষেপ প্রত্যাখ্যান করতেও আদালতের প্রতি আহ্বান জানান ‍সু চি।