logo
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৯ ২০:৩৮
পোরশায় আমবাগানে বিষ প্রয়োগ করা নিয়ে সংঘর্ষে আহত ৪,থানায় মামলা
পোরশা (নওগাঁ) প্রতিনিধি

পোরশায় আমবাগানে বিষ প্রয়োগ করা নিয়ে সংঘর্ষে আহত ৪,থানায় মামলা

নওগাঁর পোরশায় আমবাগানে বিষ প্রয়োগ করা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪জন গুরুতর আহত হয়েছেন। আহতদের সাপাহার ও পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আজ মঙ্গলবার বাদী হয়ে ১১জনকে আসামী করে পোরশা থানায় একটি মামলা করেছেন উপজেলার গাঙ্গুরিয়া ইউপির কাদিপুর গ্রামের মৃত ফজল মন্ডলের ছেলে ইদ্রিস আলী।

জানা গেছে, গত সোমবার সন্ধায় গ্রামের পাশে থাকা তার নিজ আম বাগান দেখতে যান ইদ্রিস আলী। তিনি সেখানে গিয়ে দেখেন বেশ কয়েকজন দুর্বৃত্ত তার আম বাগানে বিষ স্প্রে করছে। কেন তারা আম বাগানে বিষ স্প্রে করছে একথা বলতেই ইদ্রিস আলীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে ইদ্রিস আলী তার দুই ছেলেকে ডেকে আনেন। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধলে ইদ্রিস আলী ও তার দুই ছেলে কামাল হোসেন এবং বাবুল হোসেন, একই গ্রামের মৃত কাশেম আলীর ছেলে গোলাম মোস্তফা গুরুতর আহত হন। সাথে সাথে তাদেরকে সাপাহার ও পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।এ ঘটনায় আম বাগান মালিক ইদ্রিস আলী বাদী হয়ে ১১জনকে আসামী করে পোরশা থানায় একটি মামলা করেছেন। পোরশা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নিচ্ছি।