logo
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৯ ১৫:৫৮
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২০
অনলাইন ডেস্ক

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২০

ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে। সর্বশেষ এ অগ্নিকাণ্ডে দগ্ধ সোহান (১৯) পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

আজ বুধবার দুপুরে শেখ হাসিনা বার্ন অ্যাণ্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহান। সোহানের শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত ১১ ডিসেম্বর বিকালে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে সোহানকে নিয়ে মোট ২০ জনের মৃত্যু হলো।

ফায়ার সার্ভিসের কর্মীরা সেদিনই কারখানার ধ্বংসস্তূপ থেকে একজনের লাশ উদ্ধার করেন। বাকিরা পরে হাসপাতালে মারা যান।

কেরানীগঞ্জের ওই কারখানায় দগ্ধ আরও ১২ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে আটজন আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের এইচডিইউতে। আর মফিজ (৪৫), সিরাজুল (১৯), সোহাগ (২৫) ও ফিরোজকে (৩৯) শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা মালিক নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহত একজনের ভাই।