logo
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৯ ১৯:৩২
পঞ্চগড়ে শীতের প্রকোপে ছিন্নমুল মানুষের দুর্ভোগ
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে শীতের প্রকোপে ছিন্নমুল মানুষের দুর্ভোগ

সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লেও উত্তরের কনকনে শীতল হাওয়ায় পঞ্চগড়ের বেড়েছে শীতের তীব্রতা। এতে চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষগুলো। দিনমজুর শ্রেণির মানুষরা তীব্র শীত উপেক্ষা করেই কাছে বেরিয়েছে। চটের বস্তা গায়ে দিয়ে গবাদিপশুগুলোকে শীতের কবল থেকে বাঁচাতে চেষ্টা করছে কৃষকরা। ভিড় বেড়েছে পুরনো শীতবস্ত্রের দোকানগুলোতে। নিজেদের সাধ্যমত শীতবস্ত্র কেনা চেষ্টা করছে শীতার্ত মানুষরা। ইতোমধ্যে সরকারিভাবে প্রাপ্ত শীতবস্ত্র হিসেবে ২৭ হাজার কম্বল বিতরণ করা হয়েছে গ্রাম পর্যায় পর্যন্ত। আরও শীতবস্ত্র চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জেলা প্রশাসন।

সারাদিন মেঘাচ্ছন্ন আকাশের কারণে গতকাল বুধবার বেলা ৩টার আগে সূর্যের মূখ দেখা যায়নি। এরপর থেকে সূর্যের মূখ দেখা গেলেও মাঝে মধ্যে তা মেঘের কোলে ঢুকে পড়ার কারণে খুব একটা তাপ অনুভূত হয়নি। সেই সাথে পশ্চিমের হাওয়া কমে যাওয়ায় উত্তরের হিমশীতল বাতাস প্রবাহিত হওয়ার কারণে দিনের তাপমাত্রা বাড়লেও কনকনে শীত অনুভূত হচ্ছে। গ্রামাঞ্চল তো আছেই; শহরের অনেক জায়গায় দিনের বেলাতেও শীতার্ত মানুষদের আগুন জ্বেলে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর বিকেলে ৩ টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, গত ৮ ডিসেম্বর তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়া রেকর্ড করা হয়েছিল। ওই দিন বিকেলে তেঁতুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান অনেক বেশি থাকায় তাপমাত্রা অনেক কম থাকলেও শীত কম অনুভূত হয়। দিনদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসার কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, এখন পর্যন্ত সরকারি ভাবে ২৮ হাজার কম্বল পাওয়া গেছে। যা ইতোমধ্যে উপজেলা থেকে ইউনিয়ন পর্যায় হয়ে গ্রামাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে বিতরণ শেষ হয়েছে। আরও নতুন করে শীতবস্ত্র চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। এছাড়া বেসরকারি  পর্যায়েও বিভিন্ন  ধরণের শীতবস্ত্র পঞ্চগড়ের শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।