logo
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৯ ২০:৫৬
বগুড়ায় অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির বিজয় দিবস উদযাপন
সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার

বগুড়ায় অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির বিজয় দিবস উদযাপন

বগুড়ায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখার আয়োজনে মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষ্যে সোমবার সমিতির নিজস্ব কার্যালয় শহরের জলেশ্বরীতলা পুরাতন শিল্পকলা একাডেমী ভবনে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সমিতির বগুড়া জেলা শাখার ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো: আব্দুর গফুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির বগুড়া জেলা শাখার চেয়ারম্যান আলহাজ্ব শামসুল হুদা। এছাড়াও সভায় বিজয় দিবসের তাৎপর্য এবং মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে সরকারী আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ সালামত উল্যাহ, অধ্যাপক ড: ফজলুল হক, গোলাম মোস্তফা তালুকদার, আবিদুর রহমান, অধ্যক্ষ আব্দুস সামাদ সরদার, ফজলুল হক, আব্দুল্লাহ আল মামুন, আবুল খায়ের মন্ডল প্রমুখ। সভা পরবর্তী স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া পাঠ করেন সমিতির সদস্য ছমির উদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক নওয়াব আলী।