logo
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৯ ২১:১১
বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

‘দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই মেলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বগুড়ায় জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং টিটিসি বগুড়ার আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৯ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।    

র‌্যালী পরবর্তী জেলা প্রশাসকের সম্মেলন ক করতোয়ায় দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অভিবাসীদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও নিজ দেশের স্বাক্ষর রাখতে তিনি সকলকে কাজে কর্মে দক্ষ হওয়ার আহব্বান জানান। সভায় বগুড়া জেলার অভিবাসনের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, বগুড়ার সহকারী পরিচালক আতিকুর রহমান। এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তাপস কুমার পাল, টিটিসি বগুড়ার অধ্যক্ষ সুশান্ত কুমার রায়, ইসলামী ব্যাংক বগুড়ার এভিপি রাশেদুল করিম এবং রুপালী ব্যাংকের ডিজিএম ফখরুল হাসান। সভায় এবছর বগুড়া জেলায় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণ/আনয়নকারী  হিসেবে ৩জনকে ক্রেস্ট প্রদান করা হয়। সেই সাথে টিটিসি বগুড়া ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. বগুড়া কে অভিবাসী দিবস পদক প্রদান করা হয়েছে। পরিশেষে দিবসটি উপলক্ষে ক এভং খ দুটি বিভাগে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য, ২০০৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বগুড়া জেলা থেকে পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় ১ লক্ষ ৮ হাজার ২’শ ৬৩ জন অভিবাসী হয়েছেন। বৈদেশিক অভিবাসনের েেত্র বগুড়া জেলা ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৬৪ জেলার মধ্যে ২৫তম হলেও ২০১৮ সালে ১৮তম অবস্থানে উন্নীত হয়েছে। গত কয়েক বছর ধরে রাজশাহী ও রংপুর বিভাগের মধ্যে বগুড়া জেলা থেকেই সবচেয়ে বেশী কর্মী পৃথিবীর বিভিন্ন দেশে অভিবাসী হয়েছেন।