logo
আপডেট : ২৮ মে, ২০১৯ ১৮:৪৮
শিবগঞ্জে গৃহহীনদের জন্য দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজের উদ্ধোধন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

শিবগঞ্জে গৃহহীনদের জন্য দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজের উদ্ধোধন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিন কাবিখা প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার শিবগঞ্জ পৌর এলাকার শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যায়ের পার্শ্বে পত্রিকা বিক্রেতা মিনাল মিয়ার বাসস্থান নির্মাণ কাজের উদ্ধোধনের মাধ্যমে এ প্রকল্পের উদ্ধোধন করেন, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা প্রকৌশলী মোবারক আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসীমউদ্দিন সহ পৌর কাউন্সিলর ও সুধী বৃন্দ। এর পূর্বে তিনি শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিদে মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এছাড়াও তিনি শিবগঞ্জ পৌরসভার বাস্তবায়নে শিবগঞ্জ রূপালী ব্যাংক হতে আঁচলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যšত কার্পেটিং দ্বারা রাস্তা সংস্কার করণের উদ্ধোধন করেন। পরে তিনি শিবগঞ্জ হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।