logo
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৯ ২১:৪২
বগুড়ায় অটোমেটিক বেবী ইউরিন এ্যালার্ম বেড শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার

বগুড়ায় অটোমেটিক বেবী ইউরিন এ্যালার্ম বেড শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বগুড়ায় আবিদ অটোমেটিক বেবী ইউরিন এ্যালার্ম বেড শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের একটি হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে শিশুর ডিজিটাল বিছানা অর্থাৎ শিশু প্রসাব করে বিছানা ভিজে দিলেই সঙ্কেত পাওয়া যাবে। আর এই ডিজিটাল বিছানা আবিস্কার করেছেন বগুড়া পলিটেকনিকের সাবেক শিক্ষার্থী কাঁকন রেফ্রিজারেশনের সত্বাধিকারি প্রকৌশলী মাহমুদুন নবী বিপ্লব।

কাঁকন আবিদ অটোমেটিক বেবী ইউরিন এ্যালার্ম বেড সিস্টেম শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন বগুড়া জেলা  শাখার সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু। স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশুর সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক শজিমেক এর উপাধ্যক্ষ অর্থপেডিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. রেজাউল আলম জুয়েল, বগুড়ার সিভিল সার্জন ডা,গওসুল আজিম চৌধুরী, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধান(শিশু) ডা. মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। সেমিনারে অটোমেটিক বেবী ইউরিন এ্যালার্ম এর উপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন মোঃ শফিউল আজম। এ ছাড়াও সেমিনারে বিশিষ্ট অর্থপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. একেএম সামস উদ্দিন মিন্টু, ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন, শিশু বিশেষজ্ঞ ডা. মোঃ নজরুল ইসলাম, আড়াইশ’ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিক আমিন কাজল ছাড়াও শিশু মেডিসিন সহ চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করেন। আর এই ডিজিটাল বিছানা আবিস্কার করেছেন বগুড়া পলিটেকনিকের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী মাহমুদুন নবী বিপ্লব। বক্তাগণ বগুড়ার একজন উদ্ভাবকের উদ্ভাবনী সরজ্ঞাম বিস্তারে সকলের সহযোগিতা কামনা করে বলেন, সকলে মিলে বিপ্লবকে সহযোগিতা করলে তিনি আরো নতুন নতুন আবিস্কারে উৎসাহিত হবেন। উল্লেখ্য যন্ত্র প্রকৌশলী মাহমুদুন নবী বিপ্লব এর আগে ইন্টেলিজেন্ট ডিসি ভেন্টিলেশন সিস্টেম, বন্যা সতর্কীকরণ যন্ত্র ও রোগির স্যালাইন শেষ হওয়ার সতর্কীকরণ যন্ত্রও আবিস্কার করেন।