logo
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৯ ১১:৩৮
বীরগঞ্জে নদী খননের কাজ বন্ধ না করায় শ্রমিকদের লাঞ্চিত, বিচারের দাবীতে কাজ বন্ধ
দিনাজপুর প্রতিনিধি

বীরগঞ্জে নদী খননের কাজ বন্ধ না করায় শ্রমিকদের লাঞ্চিত, বিচারের দাবীতে কাজ বন্ধ

দিনাজপুরের বীরগঞ্জে নদী খননের কাজ বন্দ না করায় শ্রমিকদের লাঞ্চিত, বিচারের দাবীতে কাজ বন্ধ। উপজেলার নিজপাড়া ইউনিয়নের ঢেপা নদীর দেবীপুর সংলগ্ন দমুখা নদী হতে সেচ প্রকল্পের এরিয়া বাড়ানোর লক্ষে স্বারীশুয়া খালের প্রায় ১১ কিলোমিটার সরকারী ভাবে খননের কাজ চলছে। গত ৯ ডিসেম্বর বীরগঞ্জ-গোলাপগঞ্জ সড়কের ধারে ২য় পর্যায়ে খনন কালে দেবীপুর গ্রামের জনৈক জমির মালিক বাবু ও তাজু খনন কাজ বাধা দেয়, এ সময় বাবু খনন শ্রমিক ড্রাইভার রুবেল কে লাঞ্চিত করলে সে কাজ বন্ধ করে চলে যায় ।
২০ ডিসেম্বর ঠিকাদার জামান ট্রের্ডার্স এর ম্যানেজার  ঠাকুরগাও জেলার হবিপুর উপজেলায় লুৎফর রহমান ও সাইড ম্যানেজার সায়েব আলী জানায়, তার পাননি উন্নয়ন বোর্ড কর্তৃক ম্যাপ ও তাদের দেখানো খাল খননের প্রথম পর্য্যায়ের কাজ সমাপ্ত করেছি। তখন কেউ বাধা দেয়নী। ২য় পর্য্যায়ের কাজ চলা কালে শ্রমীকদরে উপর হঠাৎ চড়ান্ত হয়ায় লাঞ্চিত কারীর বিচার কামনা করেছি। ড্রাইভার না থাকায় এখন কাজ বন্ধ রয়েছে।
দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের সহকারি সুপার ভাইজার সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর ডেল্টাপ্লান ২০২১ এর সেচ প্রকল্পের এরিয়া বাড়ানোর লক্ষে সরকারী ভাবে খাল খননের কাজ চলছে। ঠিকাদারের শ্রমিকের উপর হামলা ও লাঞ্চিতের কথা আমি শুনেছি এবং ব্যাবস্থা গ্রহনের জন্য উদ্ধর্তন মহলকে জানিয়েছি। এখন শুধু  অপেক্ষা করছি তারা কি সিদ্ধান্ত দেয়।