logo
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৯ ১৫:৩৯
পার্বতীপুরে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান, মালিককে জরিমানা
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

পার্বতীপুরে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান, মালিককে জরিমানা

জেলা প্রশাসক কার্যালয়ের নিবন্ধন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দিনাজপুরের পার্বতীপুর পৌর এলাকায় অবস্থিত এসএইচবি ইটভাটা বন্ধ করে দিয়েছে পার্বতীপুর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ওই ইটভাটার জলন্ত চুল্লিতে ফায়ার সার্ভিসের জলবাহী গাড়ী পানি ঢেলে ভাটাটি নিষ্ক্রিয় করা হয়। এতে নেতৃত্ব দেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহনাজ মিথুন মুন্নী।

এসময় তার সাথে ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান ও দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান প্রমুখ। অবৈধ ইটভাটা বন্ধের এ অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও পার্বতীপুর মডেল থানার একদল পুলিশ ও পার্বতীপুর দমকল বাহিনীর বিপুল সংখ্যক অগ্নি নির্বাপক কর্মী অংশ নেন।

অভিযান চলাকালে ইটভাটা পরিচালনার বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় এসএইচবি ইটভাটা মালিক শফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমনা করা হয়। এসময় পরিচালিত ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ইটভাটা  প্রস্তুত ও ইট ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ১৪ ধারা অনুযায়ী তাকে জরিমানা করা হয়। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে পার্বতীপুরের সকল অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।