logo
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৯ ১৬:১২
কনকনে শীতে জবুথবু পঞ্চগড়ের মানুষ
পঞ্চগড় প্রতিনিধি

কনকনে শীতে জবুথবু পঞ্চগড়ের মানুষ

হিমালয় থেকে আসা কনকনে শীতল হাওয়ায় জবুথবু হয়ে পড়েছে পঞ্চগড়ের মানুষ। বৃহস্পতিবার বেলা ১১টার পর সূর্যের মূখ দেখা গেলেও গতকাল শুক্রবার দিনভর মেঘাচ্ছন্ন আকাশে দেখা মেলেনি সূর্যের। সেইসাথে দিনভর বইছে উত্তরের কনকনে শীতল বাতাস। দূর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হয়নি। দিনভর খড়কুটো অথবা কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে শীত নিবারণের চেষ্টা করেছে নিম্ন আয়ের মানুষরা। নদী ও সমতল ভুমি থেকে পাথর উত্তোলনকারীরা কাজে যায়নি। এদিকে শীত বাড়ার সাথে সাথে ভিড় বেড়েছে পুরোনো শীতবস্ত্রের দোকানগুলোতে। যে যার সাধ্যমত শীতবস্ত্র কিনছে এসব মৌসূমী দোকান থেকে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য মতে, শুক্রবার দেশের তৃতীয় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ে। সকাল ৯টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.১ ডিগ্রি সেলসিয়াস। দিনভর কনকনে ঠান্ডা বাতাস বয়ে গেলেও বিকেল ৩ টায় তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।