logo
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৯ ১১:২৮
আক্কেলপুরে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় পলাতক ৩ আসামী আটক
অনলাইন ডেস্ক

আক্কেলপুরে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় পলাতক ৩ আসামী আটক

জয়পুরহাটের আক্কেলপুরে প্রবাসীর স্ত্রী’কে হত্যার দায়ে দুই ভাই ও ভাবীসহ পলাতক ৩ আসামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার তিলকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন, আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের পুনঘড়দিঘী গ্রামের মৃত আলেপ উদ্দিনের ছেলে আব্দুল মতিন (৩৮), ভাই বাবুল (৪৫) ও ভাবী নুরুন্নাহার (২৫)।

থানা সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের পুনঘড়দিঘী গ্রামের মৃত আলেপ উদ্দিনের ছেলে শাহজাহান আলীর সাথে একই ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে হালিমা আখতারের বিয়ে হয়। বিয়ের পর শাহজাহান আলী বিদেশে যান। তারপর হালিমার সাথে শাহজাহানের বড় ভাই আব্দুল মতিন, ভাবী নুরুন নাহার, দেবর বাবলু ও শ্বাশুড়ীদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া ও বিরোধ হতো।

ঝগড়ার এক পর্যায়ে সকলে মিলে গত ২০১৭ সালের ২৯ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে হালিমাকে হত্যা করে তার গলায় ওড়না পেঁচিয়ে ঘরের ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। ঘটনার পরের দিন হালিমার বাবা আব্দুর রহমান বাদী হয়ে আক্কেলপুর থানায় ৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ জানান, ঘটনার পর থেকে আসামীরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে তিলকপুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।