logo
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৯ ১৩:৩৯
বগুড়ায় হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত
বগুড়া প্রতিনিধি

বগুড়ায় হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত

বগুড়ায় হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দু’দিন থেকে সুর্যের মুখ দেখা যায়নি। উত্তরের হিমেল হাওয়ায় সাধারন মানুষের জীবনযাত্রা অনেকটাই স্থবির হয়ে পড়েছে। গতকাল শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৬ ডিগ্রি। কিন্তু বাতাসের কারনে শীতের তীব্রতা বেড়েছে।

বগুড়া আবহাওয়া অফিসের টেলিপ্রিন্টার অপারেটর শাফিউল কাফী চলমান মৃদু শৈত্যপ্রবাহ কবে শেষ হবে- সে সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে পারেননি। এবার মৌসুমের শুরুতে তেমন শীত অনুভূত না হলেও মৃদু শৈত্যপ্রবাহের কারণে গত কয়েক দিন ধরে শীত বাড়ছে। শীতে ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। পাশাপাশি কুয়াশা পড়ায় রাতে ও সকালে সড়ক-মহাসড়কের যানবাহনগুলো লাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। এদিকে তীব্র শীতের কারণে স্টেশন, ফুটপাত ও বিভিন্ন খোলা স্থানে আশ্রয় নেয়া ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে।