logo
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৯ ১৬:৫৭
তেঁতুলিয়ায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি

তেঁতুলিয়ায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চক্ষু রোগিদের জন্য ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার ভজনপুরে ওই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ’র সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় ওই ক্যাম্পের আয়োজন করা হয়।

উক্ত কাম্পে সৈয়দপুর, নীলফামারীর মরিয়ম চক্ষু হাসপাতালের অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফ্রি চক্ষু ক্যাম্পে তেঁতুলিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে রোগিরা সেবা গ্রহণ করেন।

ক্যাম্পে প্রায় ১৬৫ জনের অধিক রোগি সেবা গ্রহণ করেন এবং এদের মধ্য থেকে ৪০ জনের অধিক রোগির ফ্রি ছানি অপারেশনের জন্য সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালে অপারেশনের জন্য পাঠানো হয়। উক্ত ক্যাম্পে  আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় এর আঞ্চলিক ব্যবস্থাপক রেজাউল করিম, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী কহিনুর ইসলামসহ আরডিআরএস’র সকল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।