logo
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৯ ২১:৩৫
বগুড়ার শেরপুরে অপমান সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে অপমান সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

প্রতিবেশির বাড়িতে যায় গৃহবধূ মমতাজ বেগমের একটি ছাগল। পাশাপাশি বেশ কয়েকটি চারা গাছও নষ্ট করে। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিবেশি আব্দুল মান্নান গৃহবধূকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। পরে এই অপমান সহ্য করতে না পেরে ওই গৃহবধূ গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। আর এই ঘটনাটি ঘটে গত শুক্রবার (২০ডিসেম্বর) বগুড়ার শেরপুর উপজেলার সীমান্তবর্তী সীমাবাড়ী ইউনিয়নের সিমলা উত্তরপাড়া গ্রামে। নিহত মমতাজ বেগম ওই গ্রামের আলতাব হোসেনের স্ত্রী।

স্থানীয় এলাকাবাসী জানান, শুক্রবার সকালে মমতাজ বেগমের একটি ছাগল প্রতিবেশি আব্দুল মান্নানের বাড়িতে গিয়ে ফলজ ও বনজ গাচের চারা নষ্ট করে। এনিয়ে তাদের উভয় পরিবারের মাঝে ঝগড়া হয়। একপর্যায়ে প্রতিবেশি আব্দুল মান্নান ওই গৃবধূকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এই অপমান সহ্য করতে না পেরে ঘটনার দিন বাড়িতে গিয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার পথেই মারা ওই গৃহবধূ।

এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল শনিবার সকালের দিকে লাশের ময়নাতদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এছাড়া উক্ত ঘটনায় আত্মহত্যা প্ররোচনা দেয়ার অভিযোগে মামলা নেয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।