logo
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৯ ২১:৪৩
বগুড়া খ্রীষ্টিয়ান হাসপাতালের প্রাক বড়দিন পালন
ষ্টাফ রিপোর্টার

বগুড়া খ্রীষ্টিয়ান হাসপাতালের প্রাক বড়দিন পালন

বগুড়া খ্রীষ্টিয়ান হাসপাতাল গত শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল চত্বরে প্রাক বড়দিন উৎসব পালন করে। এ উপলক্ষে বড়দিনের আলোচনা, কেক কর্তন, ধর্মীয় সংগীত পরিবেশন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাসপাতালের মেডিকেল ডিরেক্টর সুপ্রতীক ঘাগ্রার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার জুডিশিয়াল সিনিয়র ম্যাজিষ্ট্রেট নিস্কৃত হাগিদক। প্রধান অতিথির বক্তব্যে তিনি কলেন, বড়দিন মানেই নতুন পোশাক পড়ে আনন্দ নয় বড়দিনের মূলমন্ত্র হচ্ছে মনের কালিমা দূর করে হৃদয়কে পবিত্র করতে হবে।

পাপিকে নয় পাপকে ঘৃনা করতে হবে। যিশু খ্রীষ্টের জন্ম হয়েছিল ঈশ্বরের মহিমা প্রচার এবং মানুষকে সত্য আর ন্যায়ের পথে চালনা করার জন্য। বড়দিন মানে শুধু এক দিন আনন্দ নয় যেন প্রতিদিনের আনন্দ হয়। সম্প্রীতি ও মৈত্রীর বন্ধনে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভালো কর্মের মধ্যদিয়ে মানবতার জয়গান ও উন্নতির সাধন করতে হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চার্চেস অব গড মিশনের আইন উপদেষ্টা এফসি কমিটির সদস্য এ্যাড. ডোনাল্ড দাস, বগুড়া ওয়াইএমসিএ উপদেষ্টা এ্যাড. বার্নাড তমাল মন্ডল, নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি, সিএলবি প্রতিনিধি মুন্টু লাল বাড়ই, বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর পালক গিলবার্ট মৃধা, সাবেক পালক প্রধান মিঃ সৌরভ বিশ্বাস, ডেপুটি মেডিকেল ডিরেক্টর ডাঃ রেজাউল করিম, ডাঃ রিটা মন্ডল সহ প্রমূখ। অনুষ্ঠানটি রেভাঃ জন আগস্টিন বিশ্বাস এর পরিচালনায় প্রধান অতিথি প্রাক বড়দিনের কেক কাটেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।