logo
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৯ ১১:৪৩
পাঁচবিবি সীমান্তে ১৭৯৮ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ গ্রেফতার-১
হিলি (দিনাজপুর) প্রতিনিধি

পাঁচবিবি সীমান্তে ১৭৯৮ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ গ্রেফতার-১

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় নেশা জাতীয় ১৭৯৮ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট র‌্যাব-৫। আটককৃত মাদক ব্যবসায়ী পাঁচবিবির কয়া সীমান্তের রামভদ্রপুর গ্রামের মৃত গয়ের উদ্দিন মন্ডলের ছেলে রবিউল আলম (৪৫)।

র‌্যাব-৪ জানায়, বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এ সংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আইনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন চক্রের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করে যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে কতিপয় মাদক সম্রাট। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক সম্রাটদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, আজ রোববার সকালে সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এর নেতৃত্বে র‌্যাব সদস্যদের নিয়ে পাঁচবিবির কয়া সীমান্তের রামভদ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযান চালিয়ে বুপ্রেনরফিন ইঞ্জেকশন-১৭৯৮ পিসসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আসামী রবিউল হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ আরো জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইঞ্জেকশন পাশর্^বতী দেশ ভারত হতে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামী রবিউলের বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।