আসন্ন ইউনিয়ন পরিষদের বাজেট প্রণয়নে শিশুদের জন্য আলাদা বাজেট বরাদ্দের দাবি জানিয়ে মঙ্গলবার বগুড়ায় স্থানীয় সরকার এবং শিশু ও ইয়ূথ ফোরামের আয়োজনে বাজেট বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া এডিপি ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় বগুড়া এডিপি অফিস প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত ঐ সভায় সাবগ্রাম, রাজাপুর ও মাদলা ইউনিয়নসহ পৌর ওয়ার্ডের প্রায় অর্ধশতাধিক শিশু ও যুব নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বগুড়া এডিপির ম্যানেজার এ্যাডভেন্ট ট্রিপল্যান্ডের সভাপতিত্বে ও বগুড়া ইয়ূথ ফোরামের সভাপতি সঞ্জু রায়ের পরিচালনায় অনুষ্ঠানে জনপ্রতিনিধিদের পক্ষে উপস্থিত ছিলেন ৫ নং রাজাপুর ইউনিয়ন পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলু, ওয়ার্ল্ড ভিশনের নর্দান বাংলাদেশ রিজিওনের এ্যাডভোকেসী ও শিশু সুরক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন, বগুড়া এডিপির স্পনসরশীপ প্রকল্পের টিম লিডার রোজিনা আক্তার, প্রকল্প কর্মকর্তা জান্নাত, অর্থনৈতিক প্রকল্পের ম্যানেজার ইভান্স গমেজ প্রমুখ। বাজেট বিষয়ক সভায় শিশু ও যুব নেতৃবৃন্দদের পক্ষে পুষ্পা খাতুন, হাবিবা নাসরীন, হাসান শিশির মেহেদী, তাফসিরুল ইসলাম, আরিফুল ইসলাম, আহসান হাবীব, জুঁই আক্তার বাজেটে বরাদ্দ নিয়ে চেয়ারম্যান ও স্থানীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসন্ন বাজেটে শিশুদের জন্য বিভিন্ন খাতে বরাদ্দের দাবী জানান। বিশেষভাবে শিশুদের বাজেটে অংশগ্রহণ নিশ্চিতকরণ, নির্যাতিত শিশুদের সহয়তা প্রদানের জন্য বরাদ্দ রাখা, ইউনিয়ন পরিষদে শিশুদের বসার জন্য জায়গা রাখা, শিশু নির্যাতন বিষয়ে ও শিশুদের সার্বিক পরিস্থিতি অবগতকরণের ব্যবস্থা, পরিষদে খেলাধুলার সরঞ্জামাদী রাখার ব্যবস্থাকরণ সহ প্রতি বছরের ন্যায় ইউনিয়ন পরিষদে শিশু সুরক্ষা নিশ্চিতে আলাদা বাজেট রাখার বিষয়ে শিশু ও যুব নেতৃবৃন্দরা গুরুত্বারোপ করেন।