logo
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৯ ১৩:৪৭
কনকনে শীতে বিপর্যস্ত যশোরের জনজীবন
অনলাইন ডেস্ক

কনকনে শীতে বিপর্যস্ত যশোরের জনজীবন

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে যশোরে। কনকনে শীতে বিপর্যস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলার জনজীবন। কুয়াশার সাথে হিমেল হাওয়ার কারণে অনুভূত হচ্ছে তীব্র শীত। এতে করে চরম দুর্দশায় পড়েছেন সাধারণ মানুষ। এ অবস্থায় শীতজনিত রোগীর সংখ্যা না বাড়লেও সুস্থ থাকতে গরম কাপড়ের ব্যবহার, বেশি বেশি পানি পানসহ নানা পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

গত ৪ দিন ধরে যশোরে তীব্র শীত অনুভূত হচ্ছে। যশোর বিমানবাহিনীর আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, গত কয়েকদিন ধরে যশোরে ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করছে। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা আবহাওয়া অধিদপ্তরের সকাল ৯টার সর্বশেষ তথ্য মতে, আজ দেশের মধ্যে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

এদিকে প্রচণ্ড শীতের সাথে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো জেলা। গতকাল থেকে দেখা মেলেনি সূর্যের। কুয়াশার কারণে সড়কে মানুষের চলাচল সীমিত এবং দূরপাল্লার বাহনগুলো দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে পথ পাড়ি দিচ্ছে। প্রচণ্ড এ শীতে সবচেয়ে কষ্ট পাচ্ছেন ছিন্নমূল ও খেটে খাওয়া সাধারণ মানুষ।

শীত নিবারণে তাই আগুন জ্বালিয়ে তাপ নিতেও দেখা যায় অনেককে। আর যারা কাজে বেড়িয়েছেন তাদের দুর্দশা আরো বেশি। এ অবস্থায় সুস্থ থাকতে গরম কাপড়ের ব্যবহার, বেশি বেশি পানি পানসহ নানা পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।