logo
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৯ ২০:৫৬
নওগাঁর পত্নীতলায় বস্ত্র নিয়ে ছিন্নমূল মানুষের পাশে ইউএনও লিটন সরকার
নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় বস্ত্র নিয়ে ছিন্নমূল মানুষের পাশে ইউএনও লিটন সরকার

নওগাঁর পত্নীতলায় সারা দেশের ন্যায় বেড়েছে শীতের তীব্রতা। দিনমজুর মানুষেরা কাঁপছে! শিশু ও প্রবীণ ব্যক্তিরা পড়েছেন চরম বেকায়দায়। উপজেলার আদিবাসী পল্লী গুলোতে শীতবস্ত্রের অভাবে অনেকেই কাঁপছেন।সরকারি শীত বস্ত্রের সহযোগিতা হিসেবে পত্নীতলা ইউএনও মো: লিটন সরকার নিজেই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক বৃন্দ।

ইউএনও মো: লিটন সরকার বলেন, “এখন পর্যন্ত সরকারি ভাবে উপজেলার নজিপুর পৌরসভাসহ ১১টি ইউনিয়ন পর্যায়ে মোট ৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।”
তিনি আরো বলেন, “প্রচণ্ড শীতে ছিন্নমূল ও অসহায় মানুষকে একটি করে কম্বল দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব বলে আমি মনে করি। যে কারণে প্রচণ্ড শীত পড়ায় আমি ঘরে বসে থাকতে পারিনি। শীতবস্ত্র কম্বল নিয়ে ছুটে এসেছি।”