logo
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৯ ২১:১৩
শীতে বিরামপুরে নিম্ন আয় মানুষের বিড়ম্বনা
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

শীতে বিরামপুরে নিম্ন আয় মানুষের বিড়ম্বনা

সীমান্তবর্তী বিরামপুর উপজেলায় দরিদ্র অসহায় ও নিম্ন আয় মানুষের গত বৃহস্পতিবার থেকে আজ রবিবার পর্যন্ত টানা চার দিনের শৈত প্রবাহের সাথে কনকনে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে মানব জীবন।প্রতিদিনের ন্যায় অসহায় ও খেটে খাওয়া মানুষ ঘর থেকে বাহিরে যেতে পারছে না। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, শীতের তীব্রতা থেকে বাচতে শিশু, যুবক ও প্রবিণরা প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হচ্ছে না। যদিও বা কেউ বের হচ্ছে তাদেরকে চায়ের দোকানে চা পান করে অতিরিক্ত সময় নষ্ট করছে। শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়ে তাপ নিবার চেষ্টা করছে।

অতিরিক্ত শীতের কারণে গরু ও ছাগলের খামারীরা পড়েছে বিপাকে। তার সাথে রয়েছে আবার শীত জনিত লাম্পিং ভাইরাস। গত দুইদিন ধরে এ অঞ্চলের মানুষ সূর্যের দেখা মিলে নাই। রাস্তাঘাটে দৈনিক রোজগারের জন্য যারা রিক্সা, ভ্যান, অটো চার্জার চালায় তাদেরকে কম দেখা গেছে।সরকারিভাবে কিছু সংখ্যক কম্বল বিতরণ করলেও বে-সরকারিভাবে কোন সংস্থাকে সেভাবে দরিদ্র ও প্রবিণদের পাশে দাড়াতে দেখা যায়নি। নিম্ন আয়ের মানুষরা স্বল্প মূল্যে গরমের কাপড়ের খোজে পুরাতন কাপড়ের দোকানে।