logo
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৯ ১৬:১০
সৈয়দপুরে মানবিক সাহায্য সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুরে মানবিক সাহায্য সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি উন্নয়ন সংগঠন মানবিক উন্নয়ন সংস্থার (এমএসএম) উদ্যোগে অস্বচ্ছল প্রবীণদের মাঝে শীতবস্ত্র (কম্বল), ওয়াকিং স্টিক, হুইল চেয়ার ও বয়স্ক ভাতা বিতরণ করা হয়েছে।

সংস্থার প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়ণে আজ সোমবার সকালে বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ওই সব উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদ। এত বিশেষ অতিথি ছিলেন  মানবিক সাহায্য সংস্থার জোনাল ম্যানেজার অনিমেশ কুমার আচার্য্য।

সৈয়দপুর উপজেলার  তিন নম্বও বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মানবিক সাহায্য সংস্থার (এমএসএস) সমৃদ্ধি কর্মসূর্চিও সমন্বয়কারী মো. রিয়াজুল ইসলাম।

অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু হাসনাত সরকার, মানবিক সাহায্য সংস্থার প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো. জিয়াউর রহমান, ইডিও মো. মোরশেদুল হক মোর্শেদ,সংশ্লিষ্ট  ইউপি সদস্য মো. আনিছুর রহমান, শ্রী ষষ্ঠীচরণ দাস, মো. রফিকুল ইসলাম, অজিত চন্দ্র রায় সহ অন্যান্যরা প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংস্থার প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের অস্বচ্ছল প্রবীণদের মধ্যে ৮৭ পিস কম্বল, ৩৯টি ওয়ার্কিং স্টীক, দুইটি হুইল চেয়ার ও ৯৯ জনের মধ্যে মাসিক ৫ শ’ টাকা করে বয়স্ক ভাতা বিতরণ করা হয়েছে।