logo
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৯ ১৭:০১
নওগাঁ সীমান্তে বিজিবির ১শ ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার
অনলাইন ডেস্ক

নওগাঁ সীমান্তে বিজিবির ১শ ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

নওগাঁর পত্নীতলা বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১শ ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে।

পত্নীতলা ১৪ বিজিবি ক্যাম্প সূত্র জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র অধীনস্থ আগ্রাদ্বিগুন বিওপি'র টহল কমান্ডার সুবেদার মোঃ নুরুল আমিন এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৫৬/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামুইরহাট উপজেলাধীন কুমড়াইল নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১শ ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করতে সম হয়।

পত্নীতলা ১৪ বিজিবি ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল মোঃ জাহিদ হাসান উপরোক্ত বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, যার সর্বমোট সিজার মূল্য ৪৮ হাজার টাকা। প্রচলিত নিয়ম অনুযায়ী নিকটস্থ থানায় জিডি করতঃ আটককৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।