logo
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৯ ২১:১৩
পঞ্চগড়ের করতোয়া তীর রক্ষা বাঁধের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের করতোয়া তীর রক্ষা বাঁধের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

পঞ্চগড় জেলা শহরের তুলার ডাংগা এলাকার করতোয়া তীর রক্ষা বাঁধের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।আজ সোমবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানীর নেতৃত্বে অভিযানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এদিকে আকস্মিক উচ্ছেদ অভিযান শুরু হলে সেখানকার ৯৬টি পরিবার পাশের তুলার ডাংগা ঈদগাহ মাঠ ও তুলারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে। বাঁধের জমিতে বসবাসকারীদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে পুর্নবাসনসহ তিন মাসের সময় দেওয়ার কথা ছিল। কিন্তু তারা কোন কিছু না বলেই উচ্ছেদ শুরু করেছে।তুলারডাঙ্গা বাঁধ এলাকায় বসবাসকারী আনারুল ইসলাম বলেন, এক সপ্তাহ আগে আমরা জানতে পারলাম এই স্থানে সোনার বাংলা নামে একটি পার্ক স্থাপন করা হবে। আমরা এখানে প্রায় ৫০ বছর ধরে বসবাস করে আসছি। পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনে জেলা প্রশাসক আমাদের আশ্বস্থ করে বলেছিলেন, আপনাদের রাস্তায় রেখে আমি ডিসি বাংলোতে ঘুমাতে পারিনা। সে কথায় আমরা আশ্বস্ত হয়েছিলাম। কিন্তু আজ সকালে প্রশাসনের লোকজন লাল ফিতা মাথায় দিয়ে কিছু শ্রমিক এনে আমাদের পূর্ণবাসনের কোন ব্যবস্থা না করেই বাড়িঘর উচ্ছেদ শুরু করে। আমরা সবাই এখন ঈদগাহ মাঠ ও প্রাইমারী স্কুল মাঠে আশ্রয় নিয়েছি।  এই শীতে আমরা কিভাবে বউ-বাচ্চা নিয়ে রাত কাটাব।  

ওই এলাকার বাসিন্দা রওশন আরা বলেন, নদীর ধারের এই বাড়িতে আমরা প্রায় ২০ বছর ধরে বসবাস করে আসছি। এই এলাকার অনেকে প্রায় ৪০/৫০ বছর ধরে বসবাস করছে। অনেকে এনজিও থেকে ঋণ নিয়ে ঘর তৈরী করেছে। উচ্ছেদ অভিযান শুরু হলে আমরা ঘরের মালামাল নিয়ে পাশের ঈদগাহ মাঠে আশ্রয় নিয়েছি। প্রচন্ড শীতে আমরা ছেলে মেয়েদের নিয়ে কিভাবে রাত কাটাবো।জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, নদী ও খাল দখলমুক্ত করতে এমন অভিযান সারা দেশে একযোগে শুরু হয়েছে। তুলার ডাংগা এলাকার করতোয়া বাঁধের দুই পাশে উচ্ছেদের জন্য সময় মত চিঠি দিয়ে জানানো হয়েছে। তাদের পুর্নবাসনের জন্য দুইটি আশ্রায়ন প্রকল্পে স্থানও নির্ধারণ করা হয়েছে। সেখানে ৫০টির মত পরিবার থাকতে পারবে। আমরা তাদের সকলের জন্য পুর্নবাসনের চেষ্টা করছি। কিন্তু উচ্ছেদের শিকার পরিবারগুলো তাদের পছন্দের জায়গার পুর্নবাসন চান।